পার্বত্য অঞ্চলে বন ও পরিবেশ ভারসাম্য রক্ষায় সব ধরনে করণীয় করে যাবে পার্বত্য মন্ত্রনালয় ও জেলা পরিষদ- অধ্যাপক থানজামা লুসাই

স্টাফ রিপোর্টার , বান্দরবান :
পার্বত্য অঞ্চলে বন ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা পার্বত্য মন্ত্রনালয় ও জেলা পরিষদ অঙ্গিকার বন্ধ। এছাড়াও বসবাসরত সকল জনগোষ্ঠিদের আর্থসামাজিক উন্নয়নের ঐক্যবদ্ধভাবে সরকারের উচ্চ পর্যায়ের সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আর্থ সামাজিক উন্নয়নে কৃষকদের মাঝে ফলদ, বনজ চারা ও নারীদের মাঝে গরু ছাগল, শুকর ও সেলাই মেশিন বিতরণ কালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই উপরোক্ত কথা বলেন।
পার্বত্য বান্দরবান জেলা পরিষদের আয়োজনের ০৪ আগস্ট ২০২৫ , সোমবার ০৪ আগস্ট সকালে বান্দরবানের থানচি কলেজ মাঠে ৩ শত কৃষকের মাঝে প্রতি কৃষককে আম,কফি,কাজু বাদাম,লেবু,মাল্টা, বাঁশ,অর্জুন,গামারী,গর্জন ৩৫৩ টি চারা, রাসনিক ১৫ কেজি,কম্পোজ ২২ কেজি কীটনাশক ২ টি, ১৫ পরিবারকে একটি করে গরু ছানা , ২১ পরিবারকে একটি করে ছাগল ছানা, ৩০ পরিবারকে একটি করে শুকর ছানা,২১ জন নারীদের মাতৃদুগ্ধ ভাতা মাতৃসেবা বাবৎ ৪ হাজার করে নগদ টাকা, ৯ পরিবারকে একটি করে সেলাই মেসিন, ১ পরিবারকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেসিন ১ টি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো: আবুল মনসুর, থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো,এ্যাভোকেট উবাথোয়াই মারমা,বান্দরবানের বালাঘাটা হট্রি কালচার উপ পরিচালক লিটন দেব নাথ,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী -বেসরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,উপজেরা সমাজপতিরা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে থানচি বাজারের বাজার সেট,উপজেলা পরিষদ ভবন,থানা,বিজিবি চেক পোস্ট সমূহের পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন,থানচি বাজারে একটি বাজার সেট নির্মান,সাগু নদীর ঘাটে একটি সিঁড়ি নির্মান, সেগুম ঝিড়িতে পরিত্যক্ত ঝুলন্ত সেতু সংস্কার অচিরে বাস্তবাযন করা হবে।