জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষে পানছড়িতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জুলাই গনঅভ্যুত্থান (৫ আগস্ট) দিবস উদযাপনের লক্ষে পানছড়ি উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট ২০২৫ ,রবিবার বিকালে পানছড়ি উপজেলা বিএনপি-র কার্যালয়ে জেলা বিএনপি-র সহ সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে জুলাই গনঅভ্যুত্থান (৫ আগস্ট) দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ১৬ বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে তার সন্তানদের এতিম করে রেখে ভারতে পালিয়ে যায়। এই সময়ে প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারায়, আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আহতদের সুস্থতা কামনা করছি । জুলাই গনঅভ্যুত্থান (৫ আগস্ট) দিবস উদযাপনের লক্ষেই আজকের এ সভার আয়োজন।
এ সময় পানছড়ি উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফছার, যুগ্ন আহবায়ক মো. কাউসার , স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মো. ইদ্রিস আলী,যুগ্ন আহবায়ক আমান উল্ল্যাহ, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।