Breakingচট্টগ্রাম অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

টেকনাফে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,টেকনাফ, কক্সবাজার  :
কক্সবাজারের টেকনাফ উপজেলার স্কুল-মাদ্রাসা ও কলেজের ৩১ জন মেধাবী শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলা শিল্পকলা ও সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা ও অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, উপজেলার সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ জিপিএ প্রাপ্ত মেধাবী শ্রেষ্ঠ ১০ হাজার টাকা করে এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শ্রেষ্ঠ প্রত্যেক শিক্ষার্থীকে ২৫ হাজার করে এককালীন শিক্ষা বৃত্তি পেয়েছেন।

 

উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের সভাপতি ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হিমু বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-টেকনাফ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, হোয়াইক্যং আল-আছিয়া স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তার, টেকনাফ সরকারি কলেজের পর্দাথ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার শীল, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রঙ্গীখালী ফাজিল মাদ্রাসার প্রভাষক, মোঃ রফিক উল্লাহ, অভিভাবক সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, মৌলানা কবির সিদ্দিকী সহ অন্যান্যরা ।

 

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ।আগামীর উন্নত বাংলাদেশ গড়ার জন্য বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো দক্ষতা অর্জন করতে হবে। যাতে পরবর্তী প্রজন্ম প্রজন্ম তোমাদের অনুসরণ করতে পারে । সকলেরই ঐক্যবদ্ধ প্রয়াসে টেকনাফের যে দুর্নামটি রয়েছে সেটি মুছে ফেলতে হবে।”

 

অনুষ্ঠানের আয়োজনে উপজেলা মাধ্যমিক ও শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ছিলেন-পারফর্মেন্স বেইজ গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম এস ই ডি পি-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা মন্ত্রণালয়।

Related Articles

Back to top button