Breakingশিক্ষা / চিকিৎসাসারাদেশ

মুন্সিগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ছড়াছড়ি

স্বাস্থ্যসেবার নামে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:

শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ফার্মেসি ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর,পরমাণু শক্তি কমিশন, বিএমডিসি ও ড্রাগ প্রশাসনের (DGDA) প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন নেই। অনেকের পুনঃ নিবন্ধনের আবেদন থাকলেও অনেক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কাগজপত্র বিহীন।

 

ভুক্তভোগী এক রুগী বলেন, এসব প্রতিষ্ঠানে ভুয়া ডাক্তার, টেকনিশিয়ান,নার্স দিয়ে মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রীনগরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, এ যেন প্রতারণার কারখানা।

 

নিউ পপুলার (মেডিকেয়ার হাসপাতাল) এর ম্যানেজার মোঃরুবেল বলেন, হাসপাতালের মালিকানা পরিবর্তন হয়েছে, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র আমার কাছে নেই।

 

রাজ্জাক হাসপাতালের মালিক কাজী সবুজ বলেন, আমাদের কাগজপত্র আপডেট আছে কি না, সেটা সিভিল সার্জন অফিসে দেখাবো। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে।

 

জনসেবা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মুনসুর বলেন,আমার প্রতিষ্ঠান চালু আছে তবে ট্রেড লাইসেন্স ও ভ্যাটের কাগজ আছে, হাসপাতাল চালু করেই অন্য কাগজপত্র করবো,ফার্মেসী থাকলেও ড্রাগ প্রশাসনের অনুমোদন নাই।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন বলেন,আমি দুই দিন যাবৎ কয়েকটা প্রতিষ্ঠানে ভিজিট করেছি। অননুমোদিত কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা দিতে পারে না। আমরা তালিকা করছি, অভিযান চলবে।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button