Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

শনটিলা শহীদ জিয়া স্মৃতি সাংসদ ফুটবল টুনার্মেন্ট ২০২৫ উদ্বোধন

মোঃ আব্দুল মান্নান ,পানছড়ি, খাগড়াছড়ি :
‘ ক্রীড়াই শক্তি ,ক্রীড়াই বল,” স্লোগানকে সামনে রেখে  ছনটিলা আনসার ক্যাম্প মাঠে শনটিলা শহীদ জিয়া স্মৃতি সাংসদ ফুটবল টুনার্মেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

 

 

২৯ জুলাই মঙ্গলবার বিকালে পানছড়ি ইউনিয়নের ছনটিলা এলাকাবাসীর আয়োজনে প্রধান অতিখি হিসাবে উপজেলা বিএনপি-র সভাপতি মোঃ বেলাল হোসেন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহিদ জিয়ার আদর্শকে মনে লালন করে এ খেলার আয়োজন করায় আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই। মানুষের মন ও শরীর ভালো রাখতে দরকার খেলাধুলার। একজন যুবক যতক্ষন খেলাধুলায় মগ্ন থাকবে, ততক্ষন খারাপ কাজ থেকে সে বিরত থাকবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি-র সহ সভাপতি মোঃ নূরুল কায়েশ শিমুল ,সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় ছনটিলা ওয়ার্ড যুবদল বনাম ইউনিয়ন বিএনপি একাদশ অংশ গ্রহন করে।খেলাটি ৪/৪ গোলে ড্র হয়।খেলাটি স্থানীয় এলাকাবাসী আনন্দের সাথে উপভোগ করেন।

Related Articles

Back to top button