Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

লক্ষ্মীছড়িতে সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি:
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে লক্ষীছড়ি জোন এর সার্বিক ব্যবস্থাপনায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার লক্ষীছড়ি উপজেলার অসহায় পাহাড়ী- বাঙালী পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুঃস্থ মহিলাকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন ও ১২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি উপস্থিত থেকে অনুদান সহায়তা প্রদান করেন।

 

লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি জোন সব সময় পাশে থাকবে বলে জোন অধিনায়ব আশাবাদ ব্যক্ত করেন।

 

লক্ষীছড়ি অধিবাসীরা এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা এবং আনন্দ প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button