সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকছড়ি,খাগড়াছড়ি:
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২০ জুলাই ২০২৫, রবিবার পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি পিএসসি, জি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাহ আলম, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গুইমারা ইসলামিক আন্দোলনের সভাপতি মাগফার হোসেন, জাতীয় নাগরিক পাটির মোঃ রাসেল হোসেন, ফরেস্ট অফিসার জালিয়াপাড়া মহসিন হাসান তালুকদারসহ গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মী, চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, সাংবাদিক, বাজার কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্তমান প্রেক্ষাপটে পাহাড়ে খুন,গুম, অপহরণ সহ সন্ত্রাসী কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জুয়া, মদ, মাদক ও চোরা কারবারীদের ব্যাপারে প্রশাসনসহ সর্বস্তেরর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনি প্রক্রিয়া ছাড়া বালু উত্তোলন, পাহাড় কাটা, কাঠ, বাঁশ পাচার এব্যাপারে সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
সর্বশেষ জোন কমান্ডার সভায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন পরে মধ্যাহ্ন ভোজে মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।