Breakingদুর্ঘটনাসারাদেশ

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আল আমিন (৩৮) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আল আমিন (৩৮) কুড়িগ্রাম জেলার পাচগাছি উপজেলার গাড়িমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে। সে শ্রীনগর-মাওয়া এলাকায় দিন মজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামারখোলা এলাকায় রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মাথা বিচ্ছিন্ন হয়ে মারা যান।

 

শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button