থানচিতে জুলাই শহীদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার,থানচি,বান্দরবান :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জুলাই শহীদ দিবস উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের কবিতা,আবৃত্তি,চিত্রাংঙ্কন প্রতিযোগীতা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিজয়ীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জুলাই সকাল ১১ টা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ – আল-ফয়সাল।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার বলেন, “আজকের আয়োজনের মধ্য দিয়ে আমাদের মাসব্যাপী কর্মসূচির সূচনা হলো, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আমরা গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি সেই সকল শহিদের প্রতি, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করছি। এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে পেরেছি।
অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসকে জহির উদ্দিন,নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শাহিন মিঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্রোপাধ্যায়,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষার্থীদের কবিতা,আবৃত্তি,চিত্রাংঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, সারাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গতকাল (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে বুধবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।