Breakingদুর্ঘটনাসারাদেশ

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাজের ক্যাপ্টেনের মৃত্যু

বোয়ালমারী , ফরিদপুর :
ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুতের তারে জড়িয়ে মো. নাসির মোল্যা (৪৫) নামে জাহাজের এক ক্যাপ্টেন (পড়ুন জাহাজের মাস্টার) নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মো. আমীর হোসেন মোল্যার ছেলে।

 

৭ জুলাই ২০২৫ , সোমবার সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, অভ্যন্তরীন নৌপরিবহন বিভাগের জাহাজের ক্যাপ্টেন হিসেবে চাকরিরত নাসির মোল্যা ছুটিতে বাড়িতে এসে বড়গাঁ বাজারে দোকান ঘর নির্মাণ করছিলেন। সোমবার সকাল ১০ টার দিকে নির্মাণাধীন ঘরের মেঝেতে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাবরিনা হক টুম্পা তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমীন জানান, হাসপাতাল থেকে নাসিরের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।

 

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, বোয়ালমারী থানা থেকে খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল যেহেতু বোয়ালমারী থানাধীন তাই আইনগত প্রক্রিয়া সেখানেই হবে। আমরা সব বিষয়ে সহযোগিতা করবো।

Related Articles

Back to top button