ফুলেল শুভেচ্ছায় জিয়ানগর জামে মসজিদের ইমামের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমামকে অশ্রুসিক্ত ফুলেল ভালোবাসায় বিদায় সংবর্ধনায় বিদায় জানানো হয়।
৬ জুলাই ২০২২৫, রবিবার বাদ আছর জিয়ানগর যুব সমাজের উদ্যোগে হাফেজ মাওলানা জমিল আহম্মেদকে অশ্রুসিক্ত ভালোবাসায় ফুলেল সংবর্ধনায় বিদায় জানানো হয়।
জানা যায় , ২০১৮ সাল থেকে মোল্লাপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ মাওলানা জমিল আহম্মেদ জিয়ানগর বাইতুল আমান জামে মসজিদের ইমাম হিসাবে যোগদান করেন। শুরু থেকেই তিনি এলাকার শিশু বৃদ্ধ সকলের মনে ধর্মীয় অনুভুতি কে জাগ্রত করে দীনি কাজ করে আসছেলিন। গত ঈদ উল আযহায় তার ৩ মাসের শিশুকে রেখে স্ত্রী ইন্তেকাল করেন। স্ত্রী শোক ও একমাত্র সন্তান অপরদিকে বৃদ্ধ মায়ের সেবা-র জন্য নিজ এলাকা সুনামগঞ্জ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দেন। এলাকার লোকজন মেনে নিতে না পারলেও রবিবার বিকালে এলাকার নারী পুরুষ বিদায় বেলায় অশ্রুসিক্ত দোয়া ভালোবাসায় সকলেই দেখা করে বিদায় দেন।
বিদায়কালে এলাকার শতশত নারী পুরুষ ছাড়াও উল্টাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, মোল্লাপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাকারিয়া হোসেন, ইমাম ও ওলামা পরিষদের ( উল্টাছড়ি) সহ সভাপতি মুফতি মহি উদ্দিন, শহিদ ইকবাল জামে মসজিদ পেশ ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: শাহজাহান, সম্পাদক ইউসুফ আলী সহ কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় যুব সমাজ ও শিশু কিশোররা উপস্থিত ছিলেন।