Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চল

ফটিকছড়িতে বঁটি দিয়ে কুপিয়ে চাচাতো বোনকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি , চট্টগ্রাম:
ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে সুপ্তা মাজি (১৫) নামে এক চা শ্রমিককে  বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

৫ জুলাই ২০২৫, শনিবার রাত ৪ টার দিকে স্থানীয় উদালিয়া চা বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটান নিহতের চাচাতো ভাই রতন দাশ(৩৭)। ঘাতক রতনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। সুপ্তা ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাজির কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুপ্তা চাচাতো ভাই রতন দাশের সাথে থাকত। তাকে চা বাগানের কাজ বাদ দিয়ে কাপড় সেলাইয়ের কাজ শিখতে বলে। সে কাজ শিখতে রাজি না হওয়ায় গভীর রাতে দুইজন ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সুপ্তার শরীরে ঘরে থাকা বঁটি দিয়ে আঘাত করে রতন। এতে সুপ্তার মাথার অনেক অংশ কেটে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে(চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, ঘটনা পর অভিযুক্ত রতনকে গ্রেফতার করে ভূজপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Back to top button