
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মেঘনা , কুমিল্লা :
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ জুলাই ২০২৫, মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এবং কুমিল্লা জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মো. ইকবাল হোসেনের প্রোসিকিউশনে অভিযানে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম।
অভিযানে বেশ কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছিল ধরা পরে। পাশাপাশি চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়। ফলে এ ধরনের অনিয়মের কারণে ‘ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩’ এর ৪০(খ) ও ৪০(গ) ধারা অনুযায়ী মহসিন মেডিকেল হলকে ৫ হাজার, আপন মেডিকেল হল ও সালমা মেডিকেল হলকে ১০ হাজার করে মোট ২০ হাজার এবং কর্ণফুলী ও ইব্রাহীম মেডিকেল হলকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে ওষুধের মান ও নিরাপত্তা সরাসরি জড়িত। তাই কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ রাখার সুযোগ নেই। আমরা নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করব, যাতে সাধারণ মানুষ সঠিক ও নিরাপদ ওষুধ পায়। এছাড়াও, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।