Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে হরিণের শাবক উদ্ধার

চিড়িয়াখানায় হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি ,ফটিকছড়ি (চট্টগ্রাম) :
ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে একটি হরিণ শাবক।

 

স্থানীয় তরুণ আব্দুল কুদ্দুছ শোভনছড়ি বন থেকে লোকালয়ে চলে আসা হরিণ শাবকটিকে উদ্ধার করে স্থানীয় হারুয়াল ছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী শাবকটিকে প্রাথমিকভাবে পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেনের সাথে কথা বলেন।

 

এ বিষয়ে কিউরেটর শাহাদাৎ বলেন শাবকটি ধরা পড়ার পর দূর্বল অবস্থায় ছিল। সেই মুহুর্তে এটিকে, প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলে জীবন ঝুঁকিতে পডার সম্ভবনা ছিল। তাই চিকিৎসা ও জন্য শাবকটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।

 

এদিকে,২৯ জুন (রবিবার) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাবকটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে,ভবিষ্যতেও থাকবে।

Related Articles

Back to top button