খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৯

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুব নগর এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
২৪ জুন ২০২৫ ,মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শান্তি পরিবহণের বাসটি ঢাকার গাবতলী থেকে ছেড়ে এসে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল।
আহতদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম, তানিয়া, হাজেরা বেগম, জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম, মো. ইব্রাহিম, হেলপার রমজান আলী ও সুপারভাইজার আজাদ। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিল এবং চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মাহবুব নগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
আহত মো. ইব্রাহিম বলেন, রাত ১২ টার দিকে বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পরও বাস চালক গতি কমাননি। যাত্রীরা বারবার অনুরোধ করলেও তিনি শুনছিলেন না। চালকের অসাবধানতা ও গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনা স্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।