খাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

খাগড়াছড়ি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্ধারণে ব্যালট ভোট

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যখন নানা সমীকরণ আর কৌশলের হিসেব চলছে, ঠিক তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে প্রার্থী নির্ধারণে দৃষ্টান্ত স্থাপন করেছে এক ব্যতিক্রমী পদ্ধতিতে।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়—উপরে থেকে নাম ঠিক নয়, বরং নিচ থেকে রায় উঠিয়ে এনে প্রার্থী চূড়ান্ত করাই তাদের রাজনৈতিক নীতির মূলভিত্তি। সে লক্ষ্যে রবিবার (১৫ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সরাসরি ব্যালট ভোট।

 

জেলার ৪ জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা, উপজেলা ও শাখা পর্যায়ের সভাপতি-সম্পাদক ও মজলিশের জ্যেষ্ঠ সদস্য সহ মোট ১৪৫ জন ভোটার। ব্যালট বাক্সে ভোট দিয়ে নিজেদের পছন্দ জানান দেন। এমন স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম বলেন, “আমরা নেতৃত্ব চাপিয়ে দিই না, নিচের মানুষের মতামত নিয়েই সামনে এগোই। এই পদ্ধতিই রাজনৈতিক শুদ্ধতা ও দায়বদ্ধতা গড়ে তোলে।”

 

অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি মাওলানা কাউছার আজিজী উপস্থিত ছিলেন।

 

নেতারা জানান, প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীর নাম দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। আগামী ২৮ জুন ঢাকায় এক মহাসমাবেশে ঘোষিত হবে সারাদেশের ৩০০ আসনের প্রার্থী তালিকা।

Related Articles

Back to top button