পার্বত্য অঞ্চলবান্দরবান

বাকলাই সেনাবাহিনীর ও গ্রামবাসীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তবর্তীতে বসবাসরত  বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীদের সাথে বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক  ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈন সহ সেনা সদস্যরা পবিত্র ঈদ – উল- আজহার উপলক্ষ্যে এক সাথে ঈদ উদযাপন সু- স্বাধু মধ্যহৃ ভোজন ও  ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ০৭ জুন দুপুরে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট তত্ত্বাবধানের বাইকলাই সাব জোন ক্যাম্প প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় কালে বাকলাই সাব জোনের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

শুভেচ্ছা বিনিময় কালে রুমা উপজেলার বাকলাই বম পাড়া, দুলাচরণ ম্রো পাড়া, থানচি উপজেলার  প্রাতা বম পাড়া, সেরকর বম পাড়া, সিত্লাংপি বম পাড়া গ্রামবাসীদের মধ্যে গন্যমান্য ব্যক্তিবর্গ কারবারীসহ অর্ধশতাধিক বিভিন্ন সম্প্রদায়ের লোকজন স্বতস্ফুর্ত  অংশগ্রহন করেন।

 

এ সময় থানচি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা,ব্লগার জাহিদুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈন বলেন, পাহাড়ে  জননিরাপত্তা,আত্ন-সামাজিক উন্নয়ন শিক্ষা,স্বাস্থ্য সেবাসহ শান্তির পরিবেশ ফিড়িয়ে দিতে এবং বাস্তবায়নের নিরলস ভাবে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।   শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বাকলাই সাব জোন এলাকার সকল সম্প্রদায়ের   নিরাপত্তা বেস্তনিত ও হেফাজতে রাখা এবং দেশের সর্বভৌমত্বকে রক্ষা করার সেনাবাহিনীর সর্বদায় দায়িত্ব ও কর্তব্য মধ্যে পড়ে।

Related Articles

Back to top button