পানছড়িতে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
“প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন” স্লোগানে জেলার পানছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে ২০২৫, বৃহস্পতিবার দুপুরে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে কার্লিয়া প্রজেক্ট পানছড়ি উপজেলা ইনচার্জ তনয়া চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন।
সভায় প্রকৃতির সাথে সামঞ্জস্য ও টেকসই উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামে স্থিতি স্থাপকতার জন্য নদী বৈচিত্র্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জৈববৈচিত্র, বনায়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা “জীববৈচিত্র্য এবং ইকোসিস্টেম পুনরুদ্ধার ফর কমিউনিটি রেজিলিয়েন্স (BERCR) ইন পার্বত্য চট্টগ্রাম প্রকল্প”-অর্থায়নে নারী- নেতৃত্বাধীন জীব বৈচিত্র্য সংরক্ষণ গোষ্ঠী গুলিকে জোর দেয়। এই গোষ্ঠীগুলি টেকসই ভূমি ব্যবস্থাপনা, বন পুনরুদ্ধার এবং জলবায়ু অভিযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পরিবেশ সুরক্ষা এবং লিঙ্গ-সমেত নেতৃত্ব উভয়ই নিশ্চিত করবে। জীব বৈচিত্র্যের রক্ষক হিসাবে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে ভঙ্গুর বাস্তুতন্ত্রকে রক্ষা করে না বরং আর্থ-সামাজিক স্থিতি স্থাপকতাকেও উৎসাহিত করে। যা প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংরক্ষণ, জলবায়ু কর্মকাণ্ড এবং নারী নেতৃত্বের সংযোগস্থল তুলে ধরে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (IDB) আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
এ সময় অন্যান্যদের মনে থানা সাব ইন্সপেক্টর সদানন্দ বৈদ্য, উপজেলা জামায়েতে ইসলামী’র সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, জেলা মনিটরিং অফিসার (CORLIA) তপন ত্রিপুরা, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, WCRC’র সভাপতি মিনাক্ষী চাকমা, বিভিন্ন পাড়া ভিত্তিক স্থানীয় কর্লিয়া সংগঠনের সদস্যগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।