পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে  কারিতাসের ত্যাগ ও সেবা সপ্তাহে ধর্মীয় গুরুদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
বান্দরবানের থানচিতে ত্যাগ ও সেবা সপ্তাহের ধর্মীয় গুরুদের মিলন মেলা পরিনত হয়েছে। স্বেচ্ছা সেবী সংগঠন চট্টগ্রাম অঞ্চলের কারিতাস বাংলাদেশ এর  সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

 

বুধবার সকাল ১০ টা স্থানীয় কারিতাসের কার্যালয়ের অনুষ্ঠিত মিলন মেলায়  ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের গুরুগণ ত্যাগ ও সেবার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

 

ইসলাম ধর্মের আলোকে মাওলানা আনিহ উল্লাহ বলেন রমাজানের রোজা শুধু মাত্র উপবাস নয়, এটি ধৈর্য্য সহানুভূতি এবং আত্মশুদ্ধির একটি শিক্ষা। এতে আমাদের দুঃখী জনগণের পাশে থাকা ও দান করার শিক্ষা দেয়।

 

ত্যাগ ও সেবা তৎপর্যপুর্ন  একটি গুরুত্বপুর্ন সংজ্ঞাটি অতি মূল্যবান  উপস্থিত খ্রীষ্টিয় ধর্মের আলোকে শান্তিরাজ কাথদীক ধর্মপল্লীর পাল পুরোহিত ফাঃ নিকোলাস নকরেক সিএসসি উপরোক্ত কথা বলেন।

 

তিনি আর ও বলেন, ভালোবাসা, ত্যাগও সেবা সম্পর্কে পরিবার থেকে পেয়ে থাকি। আমি অন্যের সতের প্রতি ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলো। ত্যাগ ও সেবা দান মানুষের মহৎ গুণ সা প্রতিনিয়ত অর্জন করার জন্য সচেষ্ট হবো ও পালনে চর্চা করবো।

 

বৌদ্ধ ধর্মের আন্তোকে উঃ ইউ চারা ভিক্ষু সামাজিক দান ও সেবামূলক কার্যক্রমের অংশগ্রহন করে নিজের জীবন থেকে হিংসা, অহংকার লোভ প্রত্যাখান করা এবং দক্ষতার সাথে ক্ষমা দৃস্টিতে দেখা প্রয়োজন।

 

মিলন মেলায় কারিতাসের মাঠ সহায়ক নুম্রাউ মারমা সঞ্চালনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা । তিনি ত্যাগ ও সেবা অভিমান-২০২৫ইং সম্পর্কে ও প্রকল্পের কার্যক্রমের তাৎপর্য তুলে ধরেন এবং ত্যাগ ও সেবা অভিযান আগামি ৩১ মে ২০২৫ খ্রী: সম্পন্ন করা হবে বলে অবহিত করেন।

Related Articles

Back to top button