Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

দূর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহ ভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য-মাওলানা মোহাম্মদ শাহজাহান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

 

১১মার্চ ২০২৫ , মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি ও জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন,রমজানের শিক্ষা তাকওয়া ভিত্তিক সমাজ গঠন এবং এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ মূলক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।

 

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী তার বক্তব্যে বলেন, শুধুমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতেই একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামই সকল জাতি, সম্প্রদায় ও ধর্মের অধিকার নিশ্চিত করে। ইসলাম ভিন্ন ধর্মের অনুসারীদের উপরে কোন প্রকার অবিচার করার কোন সুযোগ নেই।

 

সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন বলেন,আমাদের সবাইকে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সুনাগরিক ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

 

অনুষ্ঠানে বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button