Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

বিএসআরএম-এর উদ্যোগে কানাইজৈ পাড়ায় বিশুদ্ধ পানীয় জল পেলো

স্টাফ রিপোর্টার , থানচি,বান্দরবান :  
পার্বত্য বান্দরবানে থানচি উপজেলার দুর্গম কানাইজৈ পাড়ার ৪৮ পরিবারের গ্রাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিল বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

 

১১ মার্চ ২০২৫, মঙ্গলবার সকালে গ্রাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) পাইপের সরবরাহ একটি ট্যাংকি, ৬ টি পানির পাইপ লাইন শুভ উদ্বোধনের মাধ্যমের গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করেন ওয়ার্ড মেম্বার মংথোয়াইসা মারমা।

 

জানা যায় ,বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড  (বিএসআরএম) ‘র ১৬ লাখ টাকা অর্থায়নের সোস্যাল ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিসিয়িটিভ ফর পুর ভিলেজার ইন থানচি উপজেলা প্রকল্পের আওতায় পার্টনারশীপ স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) জিএফএস পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা বাস্তবায়ন করেন। ২০২৫ সালে জানুয়ারী মাসের শুরু করে মার্চ মাসের প্রকল্পের শতভাগ কাজ শেষ হয়।

 

এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,বিএনকেএস-এর পেরামেডিক্স ডাক্তার উবাথোয়াই মারমা,কানাজিও পাড়া প্রধান মংক্যচিং মারমা, বিএনকেএস মাঠ সহায়ক সেমসম বম, ম্যক্যওয়াং মারমা সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিএনকেএস ডাক্তার উবাখোয়াই মারমা বলেন, গত বছরের একটি জাতীয় পত্রিকায় বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের কানাজিও পাড়ার অর্ধশতাধিক পরিবারের একমাত্র ভরসা শঙ্খ নদীর দূষিত ও ঘোলা পানি। বিশুদ্ধ পানির জন্য সেখানে নেই কোনো রিংওয়েল, টিউবওয়েল বা জিএসএফ পাইপের ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন স্থানী বাসিন্দারা। উক্ত সংবাদে ভিক্তিতে বিএসআরএম ও বিএনকেএস কর্তৃপক্ষে যৌথ সমন্বয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাস্তবায়ন করতে সম্ভব হয়েছে।

 

বলিপাড়া ইউপি মেম্বার মংথোয়াইসা মারমা বলেন, বলিপাড়া ইউনিয়নের আমার ওয়ার্ডে স্বাধীনতা ৫৪ বছর পর্যন্ত সময়ের শংঙ্খ নদীর ঘোলা পানির ব্যবহার করে আসছিল।নাইন্দারী পাড়া উত্তর ও দক্ষিণের দুই পাড়ায়  জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দুই টি ডিপ টিভওয়েল নির্মান করে দিয়েছে। এখন তারা ও বিশুদ্ধ পানির পাওয়া শুরু করেছে। এবার আমাদের গ্রামে অর্ধশতাধিক পরিবারের দীর্ঘ ৫৪ বছর পর বিশুদ্ধ পানিয় জল অভাব নিরসন হলো।

Related Articles

Back to top button