
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
শ্রীনগরে ছিনতাই করে পালানোর সময় জনতা তিন ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভেঙে তছনছ করে।
৪ মার্চ ২০২৫, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেলা ১১ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চান্দেরটেক এলাকায় একটি অটোরিক্সা ছিনতাইকরে পালানোর সময় ষোলঘর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে জনতা ছিনতাই কারীদের মাইক্রোবাসটির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা মাইক্রো থেকে নেমে পালানোর সময় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক ছিনতাইকরীরা হলো জুয়েল (৩০), বাচ্চু মিয়া (৩২) ও হারিছ (২৮) এদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। এরা সকলেই ঢাকা জুরাইন কমিশনার রোড এলাকায় বাসা ভাড়া করে থাকে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ বলেন আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলার হয়েছে ও ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।