Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বিটিকেএস কেন্দ্রীয় ১৬ তম কাউন্সিল সম্পন্ন

সভাপতি কমল বিকাশ ত্রিপুরা,সম্পাদক এ্যাডভোকেট শুভ্র দেব ত্রিপুরা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“ঐক্য শিক্ষা সংস্কৃতি ও প্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটি’র ১৬ তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ ফেব্রুয়ারি ২০২৫ ,শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে অডিটোরিয়ামে এ ১৬তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিটিকেএস এর সদ্য সাবেক সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।

 

কাউন্সিল সভার পরপরেই বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি’র আগামী তিন বছরের জন্য (মেয়াদ কাল ২০২৫-২০২৭) কার্যকরী কমিটিতে সভাপতি পদে কমল বিকাশ ত্রিপুরা,সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে পরেন্দ্র লাল ত্রিপুরা নির্বাচিত হন।

 

বিটিকেএস কেন্দ্রীয় কমিটি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা,সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা,সংগঠনের সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা, ক্ষেত্র মোহন রোয়াজা, কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা,সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বিবিসুৎ ত্রিপুরা(সুকান্ত),সংগঠনের যুগ্ম- সাংগঠনিক সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জয়া ত্রিপুরা, সদর আঞ্চলিক শাখা’র সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, সাধারণ সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা সহ সংগঠনের সদর আঞ্চলিক ও বিভিন্ন উপজেলা শাখা’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীকে এক কাতারে নিয়ে এসে সংঘবদ্ধ ও একতাবদ্ধ থাকা,ত্রিপুরা জন গোষ্ঠীর শিক্ষা, সাংস্কৃতিক, অস্তিত্ব রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

 

আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে কোন প্রার্থীতা না থাকায় কমল বিকাশ ত্রিপুরা-কে সভাপতি, এ্যাডভোকেট শুভ্র দেব ত্রিপুরা-কে সাধারণ সম্পাদক ও পরেন্দ্র লাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পরপরেই নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য করান সংগঠনের সাবেক সভাপতি ও কাউন্সিলের নির্বাচন কমিশনার নলেন্দ্র লাল ত্রিপুরা।

Related Articles

Back to top button