ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
ফটিকছড়িতে সিএনজি অটো রিকসা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু ঘটেছে।অপর এক জনের হাতের কব্জি উড়ে গেছে।
২৫ ফেব্রুয়ারী ২০২৫ ,মঙ্গলবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোড়ের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিএনজি অটো রিকক্সাটি নাজিরহাট ঝংকার থেকে বিবিরহাট যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা টেম্পুটি আজম রোড়ের মাথা এলাকায় একটি ভটভটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজি গাড়ির ভিতরে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া (২৪) নামের মহিলাকে মৃত ঘোষনা করে। হাতের কব্জি উড়ে যাওয়া ব্যাক্তিকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। নিহত তানিয়া (২৪) উপজেলার সুয়াবিলএলাকার বাসিন্দা এবং হাতের কব্জি উড়ে যাওয়া ব্যক্তির বাড়ি নারায়ণহাট ইউনিয়নে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো.সাহাবুদ্দিন বলেন দূর্ঘটনা কবলিত দুটি গাড়িকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।