Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সাজেকে ৫৪ বিজিবি-র কম্বল বিতরণ

বাঘাইছড়ি , রাঙ্গামাটি প্রতিনিধি:
জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম গণ্ডাছড়া এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।

 

২২ ফেব্রুয়ারী ২০২৫ ,শনিবার সকালে ৫৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দিন ফারুকী এই কম্বল বিতরণ করেন।

এ সময় বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তে  নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে (৫৪ বিজিবি) জন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Back to top button