Breakingজাতীয়পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান :
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের বান্দরবানের থানচিতে  শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালিত হয়েছে।

 

ভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শহীদের শ্রদ্ধা নিবেদন ও ১ মিনিট নিরাবতা পালন করেন।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানচি থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপজেলার প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে শুক্রবার সকালে সরকারি- বেসরকারি ও স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা অর্ধ-নমিত উত্তোলন করা হয় এবং বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

ইউএনও রাকিব হাসান চৌধুরী বলেন‚এ জাতিই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। এটি আমাদের গর্বের বিষয়। যারা এ মহান দিনটিকে পাওয়ার জন্য জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ মাটিতে অনেক সময় অনেক মানুষ রক্ত দিয়েছে। ৫২ভাষা আন্দোলনে শহিদ হয়েছে , মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। ৭১ এ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, সর্বশেষে ২৪ এ জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। মূল উদ্দেশ্য একটাই যে এদেশের শাসকেরা শোষক না হয়ে জনহিতকর গভর্ন্যান্স গড়ে তুলক। জনহিতকর সরকার গঠিত হয় না বলেই বারবার করে রক্ত ঝড়াতে হচ্ছে। এ দেশের মানুষ রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের এ পথে ফিরে আসতে হবে। বৈষম্য বিহীন,শোষণ বিহীন সমাজ তৈরির পথে আসতে হবে। আদালত, সরকারি চাকুরি ক্ষেত্র যখন বৈষম্যমুক্ত হবে তখনই জুলাইয়ের শহিদদের আত্মা শান্তি পাবে। এজন্য আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্বগুলো পালন করতে হবে।

Related Articles

Back to top button