Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অবৈধ কাঠ এবং ভারতীয় পোশাক আটক করেছে ৩ বিজিবি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে সীমান্ত পথে চোরা চালানে আসা ভারতীয় পোষাক ও অবৈধ গোল কাঠ আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।

 

বিজিবি সুত্র জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন অধিনায়কের পরিকল্পনা ও দিক নির্দেশনায় দায়িত্ব পূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বৌদ্ধমনিপাড়া বিওপি-এলাকায় বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের গেঞ্জি আটক করা হয় এবং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা হতে বিভিন্ন সাইজের অবৈধ কাঠ (কনক) আটক করা হয়।

 

৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া জানান, লোগাং বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যাতে অবৈধ কাঠ এবং ভারতীয় মালামাল চোরাচালানী হতে না পারে সে জন্য কঠোর নজর দারী বৃদ্ধি সহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button