Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে।

 

১০ফেব্রুয়ারি ২০২৫ , সোমবার সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্টে ৮টি দলের অংশ গ্রহনে ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ দিনব্যাপি চলবে।

 

অন্যদিকে দুপুরের সার্কিট হাউসে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অ-১৭)-২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি বালিকা (অ-১৭) দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়।

Related Articles

Back to top button