Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দীঘিনালা ও মহালছড়িতে পলাতক ৩ আসামী আটক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মামলার আসামী পলাতক আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতা ও নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহালছড়ি উপজেলা সহ-সভাপতি কে আটক করেছে পুলিশ।

 

 

৯ ফেব্রুয়ারি ২০২৫ ,রবিবার সন্ধ্যায় দীঘিনালা থানা এলাকা থেকে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মধ্য বোয়ালখালী এলাকার মোমিন উদ্দিনের ছেলে মো. আফজাল হোসেন (৪৬) ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মৃত আছমত আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ(৪৩) ও মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি অভি দে (৩০) কে আটক করা হয়।

 

পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলায় দীঘিনালা থানা ২ জনকে এবং নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি কে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button