Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দীঘিনালায় পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালায় পেলুডার দিয়ে পাহাড় কাটায় লাল চন্দ্র চাকমা (৮০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

শনিবার (০১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ০৬ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালখালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের চাপ্পাপাড়া এলাকার বাসিন্দা লাল চন্দ্র চাকমাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ জরিমানা করেন।

 

তিনি বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে জরিমানা আদায় করা হয়েছে।‘অনুমোদনহীন ভাবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

দীঘিনালায় এ ধরনের অভিযান প্রশাসনের পক্ষ থেকে একটি সজাগ বার্তা হিসেবে দেখা হচ্ছে। তাদের উদ্দেশ্য হলো, পরিবেশের ক্ষতি করা এবং সরকারি নিয়মনীতি অমান্যকারী দোষীদের শাস্তি দেয়া। এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন যে পদক্ষেপ নেবে, তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

 

স্থানীয়রা বলেন, পাহাড় কাটা এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান খুবই জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান কেবল দীঘিনালায় সীমিত নয়, বরং পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে প্রয়োগ করার জন্য আরো উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button