স্টাফ রিপোর্টার, কুমিল্লা :
চুরি করে পালানোর সময় কুমিল্লার নাঙ্গলকোটে চোর চক্রের তিন মহিলা চোর সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
শনিবার সকালে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর স্ত্রীর গলা থেকে অলংকার নিয়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার ধরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০) , আক্কাছ মিয়ার মেয়ে দিলুরা বেগম (৩২) সোয়াব মিয়ার মেয়ে তাহামিনা আক্তার(২২)।
জানা যায় সরকারি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ একটি চোর চক্র সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। বিভিন্ন সময় সতর্ক করা হলেও চুরি বন্ধ করা যায়নি।
১৮ জানুয়ারী ২০২৫ ,শনিবার সকালে ঝাটিয়া পাড়া গ্রামের জাকের হোসেনের মেয়ে রেহানা বেগম নামের এক নারী তার অসুস্থ স্বামীকে ডাক্তার দেখানোর জন্য টিকিট নিতে সিরিয়ালে দাঁড়ালে চোর চক্রের তিন সদস্য তার গলার অলংকার নিয়ে টানাটানি করে পালানোর সময় তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোর চক্রের তিন সদস্যকে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।