স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ শ্রীনগরে চুরি করতে গিয়ে গৃহবধুর আপত্তিকর ভিডিও ধারন করার ঘটনায় পন্যগ্রাফি মামলার আসামী ২ চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।
শুক্রবার সকাল ১০ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন বালাসুর থেকে মো. জয় (১৯) ও আরমান বেপারী (১৬) নামে ওই ২ তরুনকে আটক করে গ্রামবাসী। পরে শ্রীনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। ধৃত তরুন জয় মধ্যে বাঘড়া গ্রামের মো. জাহিদুলের ছেলে ও অপর ধৃত আরমান একই গ্রামের রানা বেপারীর ছেলে।
সন্ধ্যায় শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৩ জনের একদল চোর সৌদি প্রবাসী মো. মনিরুজ্জামানের বাসভবনে প্রবেশ করে। চুরি করার উদ্দেশ্যে বাস ভবনের শোবার কক্ষে ঢোকার পর প্রবাসীর স্ত্রী চোরের দলের জয় নামে একজনকে চিনে ফেলে। এতে ৩ বছরের মেয়ের গলায় ধারালো ছোরা ধরে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করতে বাধ্য করে মোবাইল ফোন সেটে ভিডিও ধারন করে। পরে চোরের দল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে আসে।
শ্রীনগর থানার ওসি আরো জানান, ওই ঘটনার পরদিন ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে গ্রামবাসী ধারালো ছোরা সহ মো. ফাহাদ (১৯) নামে এক তরুনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ওই দিনগত রাতে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পন্যগ্রাফি আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এনিয়ে এ মামলার ৩ আসামীই গ্রেপ্তার হলো।