স্টাফ রিপোর্টার, শ্রীনগর ,মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত রবিবার রাত ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলা ষোলগড় বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বেপরাগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোঃ রমিজ শেখ (৫৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছে।
এ সময় মোটরসাইকেলের চালক বাদশা মিয়া (২৭) ও আরোহী টিটু শেখ (৩২) গুরুতর আহত হয়। নিহত রমিজ শেখ উপজেলার ষোলঘর সরকার পাড়ার বাসিন্দা। সে ষোলঘর এ কে এস কে উচ্চ বিদ্যালয়ে নৈশো প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ষোলঘর এ কে এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন,সে একজন ভালো লোক ছিলেন,তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
অপরদিকে সোমবার সকাল ৯ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের শ্রীনগর উপজেলার মাসুরগাঁও এলাকায় মাওয়া টু ঢাকাগামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের পিছনে একই দিক থেকে আসা বসুমতি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে বাস দুটি দুমড়ে মুচরে যায়। এতে দুই বাসের অন্তত ১৮ জন যাত্রী আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।