Breakingসারাদেশ

নোয়াখালীতে জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে অপ্রয়োজনে ও জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

০৮ ডিসেম্বর ২০২৪ ,রোববার সকালে উপেেজলার চিরিঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ডাক্তার এমরান হোসেন, মো. আবদুল্ল্যাহ, মো. দুলাল, আজগর হোসেন, শেফালী বেগম, বিবি মরিয়ম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উপজেলার চিরিঙ্গার খালটি সি-৩ প্রজেক্টের মাধ্যমে ইতিপূর্বে এই খালটি একাধিকবার সংস্কার করা হয়েছে। কিন্তু চিরিঙ্গা খালের নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার করা হয়নি। যার কারণে বর্ষা এলেই আমাদের বাড়ি-ঘর, ফসলি জমি ও মৎস্য খামার পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে আবারো সরকারের বিএডিসি চিরিঙ্গা খালের মাথার বাঁধ না কেটে পুনরায় খালটি সংস্কারের উদ্যোগ নেয়। এতে আমাদের এই এই অঞ্চলের শত শত পরিবার দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নোয়াখালী খালের শাখা চিরিঙ্গার খালের মাথার অংশের বাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবি জানান।

 

এদিকে, বিএডিসির খাল খনন কর্মসূচিকে যৌক্তিক দাবি করে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, এই খালটি খনন না করায় এবার বন্যার সময় মানুষের ঘর-বাড়ি, ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত প্রয়োজনে খাল খননের বিরোধীতা করছে।

 

বিএডিসি নোয়াখালীর সহকারী প্রকৌশলী জুয়েল হোসাইন জানান, খাল কাটলে তো অবশ্যই খালের মুখও পুনরায় খনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে। আমাদের সার্ভেকৃত জায়গার ম্যাপে যদি পূর্বে খাল না থাকে তাহলে খাল কাটা হবে না, আর ম্যাপে খাল থাকলে তা কাটা হবে।

Related Articles

Back to top button