Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হলের মিলায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন,সকলের প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। মাত্রাতিরিক্ত আনুগত্য এবং নির্দিষ্ট পুলিশের অন্যায় কাজের কারণে পুলিশ জনগণর প্রত্যাশা পূরণ করতে পারে নি। এছাড়া যে সকল পুলিশ সদস্য অন্যায় কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পার্বত্য চট্টগ্রামের লোকজন সম-অধিকার নিয়ে বেঁচে থাকবে। যারা বিবেধ সৃষ্টি করতে চেষ্টা করবে তাদের এড়িয়ে চলতে হবে। গুজবে কান না দিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। পাহাড়ি বাঙ্গালী নয়; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নয়; বরং সকলেই বাংলাদেশী এই মনোভাব নিয়ে বসবাস করার অনুরোধ জানান। পাশাপাশি কমিউনিটি পুলিশি অব্যাহত রাখতে কাজ চলমান থাকবে বলেও আশ্বাস দেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে পর্যটক খাতের মানোন্নয়নে নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। পরিশেষে সামাজিক,ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

সম্প্রীতি সমাবেশে অন্যান্য বক্তারা জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করে এ সম্প্রীতি সমাবেশের উদ্দেশ্য তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় পাহাড়ের নানা সমস্যা,পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সংঘাত-সংঘর্ষ বন্ধ, পাহাড়ি বাঙালির মাঝে সম্প্রীতি বজায় রাখা, জোরদার, নিরাপত্তায় প্রশাসনের ভূমিকা সহ এ ধরনের সমাবেশের উপর গুরুত্ব বহন করে।

সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button