সীতাকুণ্ডে ডাকাতি হওয়া ভাউচার সহ সলভেন্ট উদ্ধার,আটক দুই ডাকাত
স্টাফ রিপোর্টার ,চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতি হওয়া ভাউচার সহ ১৫ লক্ষ টাকার সলভেন্ট উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায় , গত ৩ ডিসেম্বর রাত এগারোটায় চট্টগ্রাম বায়েজিদ এলাকার টেনারী বটতল থেকে একটি তেলের ভাউচারে ১৪ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১৩ হাজার ৫০০ লিটার রং কারখানার কাঁচা মাল সলভেন্ট ভরে ঢাকার সাভার হেমায়েতপুরে উজালা পেইন্ট কারখানার উদ্দেশ্যে রওনা হয় । রাত আনুমানিক দেড়টায় ভাউচারটি সীতাকুণ্ড অতিক্রম করার সময় শেখপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা যোগে তিন ডাকাত ভাউচারটির গতি রোধ করে। ডাকাতরা ভাউচারে উঠে জোর পূর্বক চালককে সরিয়ে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দুর যাওয়ার পর সীতাকুণ্ড থানার টহল পুলিশ দেখে হেলপার চিৎকার করলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুই জনকে আটক করে। আটককৃত যাহিদ হোসেন রানা (২২) ও কামাল উদ্দিন (২৭) সীতাকুণ্ডের বাসিন্দা। তবে সিএনজি চালক ও এক ডাকাত পালিয়ে যায়।
এই ঘটনায় বুধবার সীতাকুণ্ড থানায় নুর ইসলাম বাবুল বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এই ঘটনায় তরল সলভেন্ট সহ একটি তেলের ভাউচার ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে এবং আটক কৃত ডাকাতদের মামলা পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে ।