গুইমারায় সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
সংঘাত কখনো শান্তি বয়ে আনতে পারে না,সন্তু লারমা ও সশস্ত্র সংগঠনগুলো যে লক্ষ্যে কাজ করছে, এতে করে পাহাড়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি,হবেও না। বিগত ৫৫ বছরেও সন্তু লারমা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নি,পারবেও না। সকল সংঘাত ও বিভাজন ভুলে এই পাহাড়ে পাহাড়ি-বাঙ্গালি সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে হবে । পাহাড়ি-বাঙ্গালি সবাইকে শান্তি,সম্প্রীতি,আস্থা-বিশ্বাস ও বন্ধুত্বের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হবে।
১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকালে গুইমারায় সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি-প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক এড: মালেক মিন্টু,মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-জাহিদুল ইসলাম জাহিদ সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।