তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক শীর্ষক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর ২০২৪ ,বুধবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ সভা কক্ষে জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতেই তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক ধারণা পত্র প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়। তরুনদের চতুর্থ শিল্প বিল্পবের সাথে উপযোগী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ( Artificial Intelligence, AI) এর গুণাবলী, ব্যবহার সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ এবং যুবা। আমরা এখন জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend) সময় অতিক্রম করছি। তরুনদের কাজে লাগিয়ে এর সুফল পেতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে তরুণরাই আগামীর দিনের উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ দাশ, খাদিজা আক্তার। এ সময় অত্র কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।