Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে নবায়ন যোগ্য সৌর শক্তি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আনন্দ অফিসের উদ্যোগে স্ব-সহায়তা নবায়নযোগ্য শক্তি এন্টারপ্রাইজ সৌর এবং পরিষ্কার রান্নার চুলায় ফোকাস বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ অক্টোবর ২০২৪, বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আনন্দ খাগড়াছড়ি’র আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

 

এ সময় আনন্দ’র জেলা প্রকল্প ব্যবস্থাপক আলোক প্রদীপ ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আনন্দ’র প্রকল্প ব্যবস্থাপক শ্যামল আগস্টিন রোজারিও,প্রকল্প সম্পর্কে অবহিত করেন আনন্দ’র ঢাকা বিভাগের হেড অফ প্রোগ্রাম মো. আনোয়ার হোসেন।

 

বক্তারা সর্বাধিক ব্যবহৃত নবায়নযোগ্য শক্তির ধরনগুলি হল সৌর শক্তি,হাইড্রোজেন শক্তি, বায়ু শক্ত । কিছু দেশে জৈবশক্তি এবং ভূ -তাপীয় শক্তিও উল্লেখযোগ্য। কেউ কেউ পারমাণবিক শক্তিকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচনা করে, যদিও এটি বিতর্কিত। নবায়ন যোগ্য শক্তি স্থাপনাগুলি বড় বা ছোট হতে পারে এবং শহর ও গ্রামীণ উভয় এলাকার জন্য উপযুক্ত । নবায়ন যোগ্য শক্তি প্রায়শই আরও বিদ্যুতায়নের সাথে একত্রে স্থাপন করা হয় ।

 

তারা আরও বলেন,উন্নত চুলা ব্যবহারের সুবিধা রয়েছে। যেমন, শতকরা ৭০-৮০ ভাগ জ্বালানি সাশ্রয় হয়।তুলনা মূলকভাবে কম সময়ে রান্না হয়। রান্না ঘরে ধোঁয়া,কালি ও গরম হয় না ৷হাড়ি পাতিল কম ময়লা হয়।খাবারের মান অটুট থাকে ।অভ্যন্তরীণ বায়ু দূষণ রোধ করে এবং ব্যবহারকারীর স্বাস্থ্য ভাল থাকে। অগ্নি দুর্ঘটনা কম হয়। সর্বোপরি পরিবেশ ও বনজ সম্পদ সংরক্ষণে সাহায্য করে থাকে। পরিবর্তনশীল নবায়ন যোগ্য শক্তির উৎসগুলো হচ্ছে যেগুলো ওঠা নামা করে, যেমন বায়ু শক্তি এবং সৌর শক্তি। বিপরীতে, নিয়ন্ত্রণ যোগ্য বা নবায়নযোগ্য শক্তির উৎসগুলির মধ্যে রয়েছে বাঁধযুক্ত জলবিদ্যুৎ, জৈবশক্তি নবায়ন যোগ্য শক্তির মোতায়েন এখনও বাঁধার সম্মুখীন হয়,বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ভর্তুকি, ক্ষমতাসীন বিদ্যুৎ সরবরাহকারীদের দ্বারা লবিং এবং পুনর্নবীকরণ যোগ্য স্থাপনার জন্য জমির ব্যবহারে স্থানীয় বিরোধিতা রয়েছে। বহু নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ নিষ্কাশনের ফলেও পরিবেশের ক্ষতি হয়। যদিও অধিকাংশ নবায়নযোগ্য শক্তির উৎস টেকসই, কিছু নয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং এর প্রোগ্রাম অফিসার রিটেন তালুকদার, পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার,ইউএসএসও চম্পক কান্তি চাকমা,ইউসিও মো. জহির উদ্দিন প্রমূখ।

 

এছাড়াও খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা,জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজল বরন ত্রিপুরা, হেডম্যান উক্যসাইন চৌধুরী সহ খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button