খাগড়াছড়িতে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
“মাদকের আগ্রাসন দৃশ্যমান ,প্রতিরোধেই সমাধান” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে।
১৪ জুলাই ২০২৪ রবিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মাদককে না বলে দেশের একজন যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সরকারির চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে নারীদের জন্য সরকার বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে। মাদকদ্রব্যকে না বলা সহ বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতন হতে হবে।
আলোচনা সভার পরপরেই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম মোসলেম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।