খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।
২৭ জুন ২০২৪ ,বৃহস্পতিবার অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন শেষে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিন বছরের মধ্যে দুইবার পার্বত্য চট্টগ্রামে আসছে উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, পাহাড়ের মানুষের জন্য শেখ হাসিনার ভালোবাসা আছে বলেই বার বার ছুঁঠে আসেন । শেখ হাসিনা চাই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা হয়ে না থাক। পার্বত্যবাসীকে সাথে নিয়েই উন্নয়নের মূলসৌতধারায় এগিয়ে যেতে চাই তিনি। পার্বত্য চট্টগ্রামে বর্তমান আওয়ামী লীগ সকরারের উন্নয়ন ও পরিকল্পনার কথা বলে শেষ করা যাবে না মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দেশের তথা তিন পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়ন সহ সকল কর্মকান্ডে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নিদর্শন দেখতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।