চট্টগ্রাম অঞ্চলসারাদেশ

কুতুবদিয়ায় ইউনিয়ন পর্যায়ে ধাত্রীদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কুতুবদিয়া ,কক্সবাজার :
পার্টনারস ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) কতৃর্ক হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামের আওতায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়ন পর্যায়ে ধাত্রীদের (টিবিএ) সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৫ মে বুধবার সকালে লেমশীখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের হলরুমে পরামর্শ সভা অনুষ্টিত হয়।

 

 

লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইনের সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সৈকত বড়ুয়া, লেমশীখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নাজেম উদ্দিন, কৈয়ারবিল পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আরিফুর রহমান, এইচজিএসপি প্রকল্পের কুতুবদিয়া উপজেলার মাঠ সমন্বয়কারী মো: রুহুল আমিন, জাপাইগো, শেড,ব্র্যাক এইচজিএসপি প্রকল্পের প্রতিনিধিসহ ইউনিয়ন ধাত্রীগণ উপস্থিত ছিলেন।

 

 

সভায় বক্তারা বলেন, বাড়িতে ডেলিভারির কুফল এবং হাসপাতাল ডেলিভারির সুফল সম্পর্কে আলোচনা করেন। সবাই বাড়িতে ডেলিভারি না করিয়ে হাসপাতালে ডেলিভারি করানোর পরামর্শ দেন। প্রত্যেক ধাত্রীদেরকে শাড়ী ও নগদ টাকা প্রদান করা হয়।

Related Articles

Back to top button