অপরাধসারাদেশ

চোরাই প্রাইভেটকার সহ আন্তঃ জেলা চোর চক্রের ১ জন আটক

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোররচক্রের মোঃ সজিব মৃর্ধা নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শ্রীনগর থানার এসআই অংকুর ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকার শ্যামলী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ক্লু-লেস মামলার চোরাই একটি প্রাইটেকারসহ চোর সজিব মৃর্ধাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সজিব মৃর্ধা পটুয়াখালী গলাচিপার উপজেলার ছৈলার এলাকার ওহাব মৃর্ধার ছেলে।

 

 

শ্রীনগর থানা পুলিশ জানান, মামলার বাদী সাজ্জাদুল ইসলাম গোলাপগঞ্জের কাশিয়ানী এলাকায় রেন্ট এ কারের ব্যবসা করেন। গত ৪ মে সন্ধ্যার দিকে তার ব্যবহৃত মোবাইলে অজ্ঞাতনামা একটি মোবাইল থেকে ফোন করে গাড়ী ঢাকা বার্ডেম হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথা বলে। রাত সোয়া ১০ টার দিকে ২ জন প্রাইভেট কার ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। রাত পৌণে ১২টার দিকে প্রাইভেটকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় পৌছলে এক জন প্রসাব করার কথা বলে গাড়ি থেকে নেমে যায়। এর পর পিছন থেকে আরো অজ্ঞাতনামা দুজন লোক মোটর সাইকেল যোগে এসে প্রাইভেটকার চালক মো: মজনু শেখকে চোখে মরিচের গুড়ার মত ঝাঝালো জাতীয় যে কোন পদার্থ ছুড়ে মারে প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়।

 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ক্লু-লেস এই মামলার একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Back to top button