খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে ২০২৪ , রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
সভায় জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি,যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ,সিভিল সার্জন ডা. মো. ছাবের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ,খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাবির সোবহান মিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অচিন্ত্য কুমার সিংহ সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।