Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে বিশ্ব” মা” দিবস উদযাপিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলায় বিশ্ব মা দিবস উপলক্ষে  রালি ও  আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

 

১২মে ২০২৪, রবিবার সকাল দশটায় পরিষদ মিলনায়তনের উপজেলা মহিলা বিষয়ক ও প্রশাসনের যৌথ আয়োজনের সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ ভূঞা র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, নারী নেত্রী নুমেপ্রু মারমা, প্রেস ক্লাবের সভাপতি,মংবোওয়াংচিং মারমা অনুপম , সাধারণ সম্পাদক রেম্বো ত্রিপুরা, ওসি তদন্ত মির্জা জহির উদ্দিন,উপ সহকারী উদ্ভিদ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জমির উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবী ” মা ”  উপস্থিত ছিলেন‌।

 

বক্তারা বলেন,পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ “মা “সদ্য জন্ম নেয়া শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে-যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ-আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সব সময়। চেখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে। সব সময় তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। আজ সেই মায়েদের দিন, বিশ্ব মা দিবস।

 

রোববার ১২ মে সারা বিশ্বব্যপী পালন করা হচ্ছে বিশ্ব মা দিবস। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুলশিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মা, অ্যান রিভস জার্ভিস কে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন।

 

 

পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাস্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন।

মানুষের ভেতরে যেমন মা এর জন্য ভালবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও, ভালবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝেই দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন। যা সভ্যতার মানদণ্ডের উর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোত ধারার নাম মা।

Related Articles

Back to top button