খাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

নির্বাচনী প্রতীক নিয়ে মাঠে নেমেছে পানছড়ির ৮ প্রার্থী

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে পানছড়ি উপজেলার প্রার্থীরা দোয়া ও স্ব -স্ব নির্বাচনী প্রতীক পরিচয় করাতে মাঠে নেমেছে ৮ প্রার্থী ।

 

২ মে ২০২৪ ,বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন।

পানছড়ি উপজেলা চেয়ারম্যান পদে পদপ্রার্থী বর্তমান প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন অপরদিকে ৫ম উপজেলা নির্বাচনের প্রতিদন্ধিতাকারী চেয়ারম্যান প্রার্থী মিটন চাকমা আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছেন।

 

ভাইস চেয়ারম্যান পদে লতিবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিরণ ত্রিপুরা চশমা প্রতীক, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব তালা প্রতীক , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন বৈদ্যুতিক বাল্প প্রতীক ও নির্বাচনে নতুন মুখ সৈকত চাকমা টিউবওয়েল প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ম উপজেলা নির্বাচনে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ফুটবল প্রতীক ও উপজাতীয় গন অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব সুজাতা চাকমা কলস প্রতীক নিয়ে প্রচারণায় মাঠে আছেন।

এর আগে গত রোববার (২১এপ্রিল ২০২৪ ) পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর হলফনামায় তথ্য গোপনে অভিযোগে চেয়ারম্যান পদে শান্তি জীবন চাকমা এবং ভাইস চেয়ারম্যান পদে সঞ্চয় চাকমার মনোনয়নপত্র বাতিল বহাল রাখা হয়।

 

৩০ এপ্রিল ২০২৪ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে চেয়ারম্যান পদে ২জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় আছেন।

 

নির্বাচন অফিসার পলাশ চন্দ্র পাল জানান,এবারের দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে তফসিল অনুযায়ী পানছড়ির ,২৫ টি ভোট কেন্দ্রে ৫৬,০০৫ জন ভোটার আগামী ২১ মে ২০২৪ ভোট প্রদান করবেন।

Related Articles

Back to top button