খাগড়াছড়িতে গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে স্তন ও জরায়ুর ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল’র উদ্যোগে স্তন ও জরায়ুর ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৫এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি জেলা সদরে আপারস্থ চৌধুরী বেম্বো ডাইনে এ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
এদিন সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের গার্লস গাইড’র জুনিয়র ট্রেইনার শায়লা শাবরিন’র সঞ্চালনায় অতিথিরা বলেন, জরায়ু মুখের ক্যানসার কোনো ছোঁয়াচে রোগ নয়৷ হিউম্যান প্যাপিলোমা নামক একটি ঘাতক ভাইরাস এই রোগের প্রধান কারণ৷ সাধারণত অধিকাংশ নারীই জীবদ্দশায় একাধিক বার এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় ৷ একজন নারীর সহজাত প্রতিরোধ ক্ষমতা বা কনডমের ব্যবহার কখনোই এই ইনফেকশনের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে না৷ সম্প্রতি জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে অতি কার্যকর টিকা আবিষ্কৃত হয়েছে৷ পর পর তিন ডোজ টিকা, নিয়মিত প্যাপ টেস্টের মাধ্যমে স্ক্রিনিং, চিকিৎসকের পরামর্শ এবং সাবধানতা জরায়ু মুখের ক্যানসার প্রায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারে বলে মন্তব্য করেন।
বক্তারা আরও জানান,স্তন ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ে নারীদের অন্যতম ক্যানসার হলো স্তন ক্যানসার৷ যে কোনো বয়সের নারীই স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন ৷ তবে মাঝ বয়সি নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ৷ বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ে ৷ সাধারণত পঞ্চাশোর্ধ্ব নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে ৷ স্তন ও জরায়ু ক্যান্সার নিরাময় এবং প্রতিরোধে বিভিন্ন ধরনের পরামর্শ সহ সজাগ থাকার পরামর্শ দেন।
এ সময় খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিউটি চাকমা,বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যালয়ের প্রকল্প কমিশনার সাবৃনা রশিদ,বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম,জেলা গাইড কমিশনার শ্রীলা তালুকদার,জেলা গাইড সদস্য সুইচিং থুই মারমা,সদর উপজেলা স্থানীয় গাইড কমিশনার রুশদীনা আখতার জাহান, কোষাধ্যক্ষ লাকী চাকমা, খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাইড গাইডার টুলু মারমা সহ বিভিন্ন স্কুলের গার্লস গাইডের সদস্যরা উপস্থিত ছিলেন।