শ্রীনগরে মারামারির ঘটনায় এজাহার ভুক্ত আসামী অহিদুল সরদার গ্রেফতার
স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে মারামারি ঘটনায় এজাহার ভুক্ত আসামী অহিদুল সরদার (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
২০ এপ্রিল ২০২৪ ,শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বালাশুর বাগানবাড়ি এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করলে শ্রীনগর থানা পুলিশ আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
ধৃত আসামী অহিদুল সরদার উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাগানবাড়ী এলাকার মৃত আবেদালী সরদারের ছেলে এবং শ্রীনগর থানার মামলা নং ১৬ (০৪) ২৪ এর এজাহার নামীয় ১নং আসামী।
মামলা সুত্রে জানা যায়, বাদী মাসুদা বেগমের বাড়ি পাশে রাস্তা সংলগ্ন সরকারী নয়নজলি জায়গা লীজ নিয়ে তিনি দোকানপাট তুলে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছে। পুরাতন দোকান ঘর মেরামত করতে গেলে বিবাদী অহিদুল সরদারগং এসে বাধা দেয় এবং বাদীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীরা বাদীসহ তার পরিবারের লোকজন দের মারধর করায় বাদী শ্রীনগর থানায় এসে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামলায় অহিদুলসহ অন্যান্যরা জামিনে এসে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য ক্রমাগত হুমকি দিতে আসছে। ঘটনার দিন অহিদুল সরদারসহ ভাই সাইদুল সরদার, ভাতিজা সজিব সরদার, নীলচাঁন সরদারের ছেলে নাজমুল সরদার, মৃত তাছের বেপারীর ছেলে মনির বেপারী, রজ্জবের ছেলে আওলাদ, নাদিম হাসান, তাজেল সরদারের ছেলে রাজিব সরদারগং হাতে লাঠি, লোহার রড, ধারালো ছেন দা নিয়ে বে-আইনীভাবে বাদীর বসত বাড়ীতে ও ঘরে ঢুকে অহিদুলের হুকুমে অহিদুল সহ নাজমুল ছেন দা দিয়ে বাদীর দুই ছেলে ফারুক ও সাদ্দাম মোল্লাকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় বিবদীরা ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণালংকার সহ মালামাল নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
মামলা তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই অংকুর বলেন, র্যাব-১০ কর্তৃক মামলার ১নং আসামী অহিদুল সরদারকে পেয়ে গ্রেফতার পূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং মামলার এজাহার নামীয় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।