পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

৬ এপ্রিল কাপ্তাই সীতাদেবী মন্দিরে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর প্রাগৈতিহাসিক তীর্থ স্থান  শ্রীশ্রী মাতা  সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে  আগামী ৬ এপ্রিল ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান।

 

এই উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ এবং সীতা মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার ভক্তের আগমন ঘটবে বলে জানান,   শ্রীশ্রী মাতা  সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির আহবায়ক সমলেন্দু বিকাশ দাশ।

বন, পরিবেশ  ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানান আয়োজক কমিটি। এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা সংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ অন্যান্য অতিথিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

 

সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব ডা: রতন কান্তি দাশ জানান, মহাবারুনী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ হতে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।

 

শ্রীশ্রী মা সীতাদেবী মন্দির এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ জানান,  মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে  এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। এটা  একটি পবিত্র তীর্থ স্থান।

Related Articles

Back to top button