চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঁশখালী , চট্টগ্রাম :
বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া কুলীন পাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বসতঘর।
মরহুম হেলালুল হকের প্রথম পুত্র খালেদুল হকের শয়নকক্ষের কয়েল থেকে গতকাল ১৯ মার্চ আনুমানিক রাত সাড়ে ১১ টায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ঘরে থাকা ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, জামা কাপড় সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ছুটে আসেন, এরপর বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও ফায়ারসার্ভিস কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ডাক্তার জেসমিন আক্তার জেসি বলেন- ‘আমার ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, আইপ্যাড, মোবাইল, চিকিৎসা বিজ্ঞানের দামি বইপত্র, আলমারিভর্তি জামা, আসবাবপত্র বলতে গেলে ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেল। রুমের মধ্যে কয়েল জ্বালানো ছিলো, আমরা অন্য রুমে ছিলাম। ধোঁয়া দেখতে পেয়ে ছুটে এসে দেখি আগুনের লেলিহান।’ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।